Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মদন উপজেলা মৎস্য অফিস কর্তৃক ৫ লক্ষ টাকা ৩টি প্যাকেজে পোনামাছ ক্রয়ের দরপত্র আহবান
বিস্তারিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর

মদন, নেত্রকোনা।

 

কোটেশন বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেট-এর আওতায় অভ্যন্তরীণ জলাভুমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবণভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত চলতি ২০১৩-২০১৪ অর্থবছরে নেত্রকোনা জেলার মদন উপজেলাধীন  ৩টি হাওরে পোনামাছ অবমুক্তির জন্য নিম্নোক্ত প্যাকেজের অধীনে সংযুক্ত শর্তাধীনে ও স্পেসিফিকেশন অনুযায়ী রম্নই, কাতল ও মৃগেল, কালিবাউস, ঘনিয়া মাছের পোনা  সরবরাহের  নিমিত্তে পোনা মাছ উৎপাদনকারী/পোনা সরবরাহকারী/ র্নাসারীর মালিকদের নিকট হতে এতদ্বারা সীল মোহরকৃত কোটেশন  আহবান করা যাচ্ছে।

প্যাকেজ নং

জলাশয়ের নাম

বরাদ্ধকৃত টাকার পরিমাণ

কয়ার হাওর

২,০০,০০০/-

বারবুরি-পদ্মশ্রী হাওর

১,৫০,০০০/-

দড়িয়ার হাওর

১,৫০.০০০/-

 

নিম্নস্বাক্ষরকারীর দপ্তর হতে আগামী ০১/০৯/২০১৩ খ্রিঃ অফিস চলাকালীন সময় পর্যমত্ম কোটেশন আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আগামী ০২/০৯/২০১৩ খ্রিঃ বেলা ১২ ঘটিকার র্পূবে সীলমোহরকৃত কোটেশন উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে রক্ষিত টেন্ডার বাক্সে জমা দিতে হবে এবং পোনা ক্রয় কমিটির উপস্থিতিতে ঐদিনই বেলা ১২.৩০ ঘটিকায় কোটেশন খোলা হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন কোটেশন প্রদান বা গ্রহন করা হবে না।

 

* একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক প্যাকেজের কোটেশন সংগ্রহ/ক্রয় বা দাখিল করতে পারবে না।

 

 

 

(মোহাম্মদ তরিকুল ইসলাম)

উপজেলা মৎস্য কর্মকর্তা

মদন, নেত্রকোনা।

পত্র নংঃ উমঅ/মদন/২০১৩/১৭১(১৫)                                                          তারিখঃ ২১/০৮/২০১৩ খ্রিঃ           

                                                                                                                                                                           

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ

1         মহাপরিচালক,মৎস্য অধিদপ্তর,বাংলাদেশ,ঢাকা।

2        উপ-পরিচালক,মৎস্য অধিদপ্তর,ঢাকা বিভাগ, মৎস্য ভবন, রমনা, ঢাকা।

3        চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মদন, নেত্রকোণা।

4         জেলা মৎস্য কর্মকর্তা,নেত্রকোণা।

5        উপজেলা নির্বাহী অফিসার, মদন, নেত্রকোণা।

6        উপজেলা -----------------অফিসার, মদন, নেত্রকোণা এবং সদস্য পোনা ক্রয়  কমিটি। কোটেশন  পত্র খোলার সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

7         মেসার্স-------------------------------------------------------------- নেত্রকোনা।

8        নোটিশ বোর্ড।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা

মদন, নেত্রকোনা।

ডাউনলোড